Wednesday, September 14, 2016

আশেপাশে কিছু মানুষ থাকে যারা কষ্ট,আনন্দ অথবা কোন অনুভুতিই কারো কাছে প্রকাশ করতে পারে না।
এক সময় কাছের মানুষগুলো তাকে অনুভুতিহীন ভাবতে শুরু করে।
কিন্তু এ অনুভুতিহীন মানুষটাও দিন শেষে নিজেকে অসহায় দুর্বল অনুভব করতে থাকে।যা দিনের পর দিন সবার চোখের আড়ালেই থেকে যায়।
ছবির লোকটার পরিবার হয়ত ভাবতেও পারবেনা,টাকার প্রয়োজনে প্রিয় বন্ধুকে বিক্রি করে তার কলিজা কতটা পুড়েছিল।
.
.
এমনি অনেকের গল্প আছে যা অগচরেই থেকে যায়।জানা হয়না কতটা ব্যাথা দিয়েছিল।
এটাই কুরবানি।এটাই ভালোবাসার কুরবানি।

   

No comments:

Post a Comment